আজ আমি আপনাদেরকে মঙ্গলের দশা থেকে মুক্তির উপায় সম্পর্কে বলবো। মাঙ্গলিক দশা অর্থাৎ জন্মকুণ্ডলীতে মঙ্গল গ্রহের একটি বিশেষ অবস্থান থাকলে জীবনে নানা বাধা ও প্রতিকূলতা আসে।
মাঙ্গলিক দোষের ফলে আর যে যে সমস্যা হতে পারে, তা হল - পরিকল্পনা না করেই এমন কাজ করা, যার জন্য পরে অনুশোচনা করতে হয় । প্রতিযোগিতায় টিকতে না পারা । নির্দিষ্ট কোনও কারণ ছাড়াই সমস্যা বৃদ্ধি পাওয়া । ভাইয়ের সঙ্গে গুরুতর মনোমালিন্য হওয়া । প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটা । রক্তজনিত অসুখ বিসুক বৃদ্ধি পাওয়া এবং সম্পত্তিহানি হওয়া । এগুলো হচ্ছে মঙ্গলের দশার প্রভাব । তাই আজ আমি আপনাদেরকে মাঙ্গলিক দোষ থেকে মুক্তির উপায় সম্পর্কে বলবো। যাতে আপনি সহজেই মঙ্গলের দশা থেকে মুক্তি পেতে পারেন ।
এর জন্য আপনাকে নিয়ম করে প্রতি মঙ্গলবার উপবাস রাখলে এবং শুধুমাত্র অড়হর ডাল সেবন করলে মঙ্গলের দশা কেটে যায় । যাদের মঙ্গল দশা থাকে তাদের সাধারণত জ্যোতিষমতে রক্তপ্রবাল ধারণ করতে বলা হয়। তবে কোনও জ্যোতিষশাস্ত্রীর সঙ্গে পরামর্শ না করে কোন পাথর ধারণ করা উচিত নয়।
Reviewed by pproduction on December 25, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.