দিন মজুর, থেকে শুরু করে কোটি টাকার মালিক সবাই সুখী হতে চায়। তবে চাইলেই সবার জীবনে সুখ ধরা দেয় না। যদি না আপনি সুখী হওয়ার রহস্য সম্পর্কে জানেন ।
তাই আজ আমি চাণক্য পন্ডিতের ৭ টি উপদেশ আপনাদের কাছে প্রকাশ করবো ।
যা মেনে চললে আপনি জীবনে সুখী হতে পারবেন ।
১. অপরের ভূল থেকে নিজে শিক্ষা নাও। কারণ, সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে।
২. কোনো ব্যক্তির খুব বেশী সহজ-সরল হওয়া উচিৎ নয়। কারণ, সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়।
৩. যদি কোনো সাপ বিষধর নাও হয়, তবুও তার উচিৎ বিষধর হওয়ার ভান করা - যেন সে ইচ্ছা করলেই বিষাক্ত দংশন করতে পারে। একই ভাবে দুর্বল ব্যক্তিদেরও সবসময় নিজেদের দুর্বলতাগুলি লুকিয়ে রাখা উচিৎ।
৪. কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই তিনটি প্রশ্ন করবে- আমি এটা কেন করতে চলেছি? এর পরিনাম কী কী হতে পারে ? আমার সফলতার সম্ভাবনা কতটা? যদি ঐ প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর পেয়ে যাও, তবেই কাজটা শুরু কর।
৫. একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবে না, এবং কাজ ছাড়বে না। যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই সবচেয়ে সুখী।
৬. অতি সৌন্দর্য্যের জন্য সীতার হরণ হয়েছিল, অতি গর্বের কারণে রাবণের পতন হয়েছিল এবং অতি দানী হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল। সুতরাং ‘অতি’-কে সর্বদা ত্যাগ করা উচিৎ।
৭. যদি তুমি শক্তিশালী হও, তবে শত্রুকে দেখাও যেন তুমি দুর্বল। আর যদি তুমি দুর্বল হও, তবে শত্রুকে দেখাও যেন তুমি শক্তিশালী।
আশা করি উপরোক্ত উপায়গুলো অনুসরণ করতে পারলে সুখ পাখী আপনার কাছে ধরা দিলেও দিতে পারে। ভালো থাকুন সবাই, আর সুখী হোন এই ক্ষনস্থায়ী জীবনে সেই প্রত্যাশায়।
আমি আপনাদেরকে জীবনে সুখী হওয়ার উপায় সম্পর্কে বলবো
Reviewed by pproduction
on
December 23, 2018
Rating:
No comments: