December 25, 2018


আজ আমি আপনাদেরকে মঙ্গলের দশা থেকে মুক্তির উপায় সম্পর্কে বলবো। মাঙ্গলিক দশা অর্থাৎ জন্মকুণ্ডলীতে মঙ্গল গ্রহের একটি বিশেষ অবস্থান থাকলে জীবনে নানা বাধা ও প্রতিকূলতা আসে।
মাঙ্গলিক দোষের ফলে আর যে যে সমস্যা হতে পারে, তা হল - পরিকল্পনা না করেই এমন কাজ করা, যার জন্য পরে অনুশোচনা করতে হয় । প্রতিযোগিতায় টিকতে না পারা । নির্দিষ্ট কোনও কারণ ছাড়াই সমস্যা বৃদ্ধি পাওয়া । ভাইয়ের সঙ্গে গুরুতর মনোমালিন্য হওয়া । প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটা । রক্তজনিত অসুখ বিসুক বৃদ্ধি পাওয়া এবং সম্পত্তিহানি হওয়া । এগুলো হচ্ছে মঙ্গলের দশার প্রভাব । তাই আজ আমি আপনাদেরকে মাঙ্গলিক দোষ থেকে মুক্তির উপায় সম্পর্কে বলবো। যাতে আপনি সহজেই মঙ্গলের দশা থেকে মুক্তি পেতে পারেন ।
এর জন্য আপনাকে নিয়ম করে প্রতি মঙ্গলবার উপবাস রাখলে এবং শুধুমাত্র অড়হর ডাল সেবন করলে মঙ্গলের দশা কেটে যায় । যাদের মঙ্গল দশা থাকে তাদের সাধারণত জ্যোতিষমতে রক্তপ্রবাল ধারণ করতে বলা হয়। তবে কোনও জ্যোতিষশাস্ত্রীর সঙ্গে পরামর্শ না করে কোন পাথর ধারণ করা উচিত নয়।
Reviewed by pproduction on December 25, 2018 Rating: 5

আজ আমি আপনাদের পরীক্ষায় ভাল করার মন্ত্র সম্পর্কে বলবো।

December 23, 2018
আজ আমি আপনাদের পরীক্ষায় ভাল করার মন্ত্র সম্পর্কে বলবো।
সবার জীবনে এই রকম ঘটনা কম বেশি ঘটে, সেটা হচ্ছে পরীক্ষার সময় প্রশ্নের উত্তর ভুলে যাওয়া। যে বিষয়টি আপনি অনেক বার পড়েছেন সেই বিষয়টি পরীক্ষা দিতে গিয়ে ভুলে গেছেন। তখন স্বাভাবিকভাবেই নিজের উপর অনেক রাগ হয় । তাই এই সমস্যা সমাধানের জন্য আজ আমি আপনাদেরকে এমন একটি মন্ত্র দিব পরিক্ষায় ভালো করার উপায় যার মাধ্যমে আপনি পরীক্ষার হলে কোনো প্রশ্নের উত্তর ভুলে গেলে
এই মন্ত্রের দ্বারা তা স্মরণ করতে পারবেন। পরীক্ষায় পাশ করার মন্ত্রটি ফলপ্রদ । পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের টেকনিক এই মন্ত্রটি আপনি প্রয়োগ করলে এর কার্যকারিতা বুজতে পারবেন । এই মন্ত্রটি পরীক্ষার প্রস্ততি গ্রহনের সময় থেকে প্রতিদিন ১১ বার জপ করতে হবে। পরীক্ষার সময় যখন উত্তর ভুলে যাবেন তখনই মন্ত্রটি সাত বার জপ করবেন। এই মন্ত্রের প্রভাবে সাথে সাথে প্রশ্নের উত্তর মনে আসবে । এছাড়া চাকরির ইন্টারভিউতে পরীক্ষা অথবা ভাইবা দেওয়ার আগে এই মন্ত্রটি ৭ বার পাঠ করে নিবেন । এই মন্ত্রের প্রভাবে আপনার কার্যসিদ্ধি হবে এতে কোনো সন্দেহ নেই ।
আজ আমি আপনাদের পরীক্ষায় ভাল করার মন্ত্র সম্পর্কে বলবো। আজ আমি আপনাদের পরীক্ষায় ভাল করার মন্ত্র সম্পর্কে বলবো। Reviewed by pproduction on December 23, 2018 Rating: 5

আজ আমি আপনাদেরকে মদের নেশা ছাড়ানোর ছাড়ানোর উপায় সম্পর্কে বলবো।

December 23, 2018
আজ আমি আপনাদেরকে মদের নেশা ছাড়ানোর ছাড়ানোর উপায় সম্পর্কে বলবো।
মদের নেশা খুব খারাপ একটি নেশা । এই নেশার জন্য সংসারে অনেক অশান্তির সৃষ্টি হয় । অ্যালকোহল কি ?এছাড়া দীর্ঘদিন ধরে মদ পান করার ফলে, ওই বেক্তি নানা রকম দুরারোগ্য বেধিতে আক্রান্ত হয় । তাই মদের নেশা ছাড়ানোর জন্য আপনি এই গুলোর প্রয়োগ করতে পারেন ।
মদের নেশা ছাড়ানোর উপায় বা মদের নেশা কাটানোর উপায় যদি আপনার পরিবারের কোনো সদস্যের মদের নেশা থাকে তাহলে ওই বেক্তির মদের নেশা চিরতরে ছাড়ানোর জন্য প্রথমে ওই বেক্তির খাওয়া উচ্চিস্ট মদের পাত্রটি সংগ্রহ করতে হবে ।



এরপর যখন ওই বেক্তি ঘুমিয়ে পড়বে তখন ওই উচ্চিস্ট মদের পাত্রটি ওই বেক্তির পা থেকে মাথা পর্যন্ত ৭ বার বুলাবেন । অর্থাৎ মদের পাত্রটি বেক্তির পা থেকে মাথা পর্যন্ত ৭ বার উঠাবেন আর নামবেন এবং গভীর নিঃশাসের সাথে এই কথা গুলো বলবেন যে এই মদ চিততরে তোমাকে ছেড়ে যাবে, আমি এই মদকে মাটিতে এমন ভাবে পুতে দেবো, তুমি যার নাম পর্যন্ত নিবে না । এই কথাগুলো বলার পর সেই উচ্চিস্ট মদের পাত্রটি কোনো
শ্মশান, কবর স্থান অথবা কোনো নির্জন জায়গায় গর্ত করে মাটিতে পুতে দিবেন । এর ফলে ওই বেক্তির ধীরে ধীরে মদের প্রতি ঘৃনা জন্মাবে এবং এক পর্যায়ে সে চিরতরে মদ খাওয়া ছেড়ে দিবে ।
যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট আপনার মতামত জানান এবং ফেইসবুকে আপনার বন্দুদের সাথে শেয়ার করুন । ধন্যবাদ

আজ আমি আপনাদেরকে মদের নেশা ছাড়ানোর ছাড়ানোর উপায় সম্পর্কে বলবো। আজ আমি আপনাদেরকে মদের নেশা ছাড়ানোর  ছাড়ানোর উপায় সম্পর্কে বলবো। Reviewed by pproduction on December 23, 2018 Rating: 5

আমি আপনাদেরকে জীবনে সুখী হওয়ার উপায় সম্পর্কে বলবো

December 23, 2018


আমি আপনাদেরকে জীবনে সুখী হওয়ার উপায় সম্পর্কে বলবো ।  পৃথিবীতে মানুষের জীবন ক্ষনস্থায়ী। এই ক্ষনস্থায়ী জীবনে সবাই সুখী হতে চায়। 
দিন মজুর, থেকে শুরু করে কোটি টাকার মালিক সবাই সুখী হতে চায়। তবে চাইলেই সবার জীবনে সুখ ধরা দেয় না। যদি না আপনি সুখী হওয়ার রহস্য সম্পর্কে জানেন । 
তাই আজ আমি চাণক্য পন্ডিতের ৭ টি উপদেশ আপনাদের কাছে প্রকাশ করবো । 
যা মেনে চললে আপনি জীবনে সুখী হতে পারবেন । 


১. অপরের ভূল থেকে নিজে শিক্ষা নাও। কারণ, সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। 
২. কোনো ব্যক্তির খুব বেশী সহজ-সরল হওয়া উচিৎ নয়। কারণ, সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়।
 
৩. যদি কোনো সাপ বিষধর নাও হয়, তবুও তার উচিৎ বিষধর হওয়ার ভান করা - যেন সে ইচ্ছা করলেই বিষাক্ত দংশন করতে পারে। একই ভাবে দুর্বল ব্যক্তিদেরও সবসময় নিজেদের দুর্বলতাগুলি লুকিয়ে রাখা উচিৎ। 
৪. কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই তিনটি প্রশ্ন করবে- আমি এটা কেন করতে চলেছি? এর পরিনাম কী কী হতে পারে ? আমার সফলতার সম্ভাবনা কতটা? যদি ঐ প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর পেয়ে যাও, তবেই কাজটা শুরু কর। 
৫. একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবে না, এবং কাজ ছাড়বে না। যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই সবচেয়ে সুখী।
 ৬. অতি সৌন্দর্য্যের জন্য সীতার হরণ হয়েছিল, অতি গর্বের কারণে রাবণের পতন হয়েছিল এবং অতি দানী হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল। সুতরাং ‘অতি’-কে সর্বদা ত্যাগ করা উচিৎ।
৭. যদি তুমি শক্তিশালী হও, তবে শত্রুকে দেখাও যেন তুমি দুর্বল। আর যদি তুমি দুর্বল হও, তবে শত্রুকে দেখাও যেন তুমি শক্তিশালী। আশা করি উপরোক্ত উপায়গুলো অনুসরণ করতে পারলে সুখ পাখী আপনার কাছে ধরা দিলেও দিতে পারে। ভালো থাকুন সবাই, আর সুখী হোন এই ক্ষনস্থায়ী জীবনে সেই প্রত্যাশায়।
আমি আপনাদেরকে জীবনে সুখী হওয়ার উপায় সম্পর্কে বলবো আমি আপনাদেরকে জীবনে সুখী হওয়ার উপায় সম্পর্কে বলবো Reviewed by pproduction on December 23, 2018 Rating: 5

JIBAN SHASTRA তে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে এমন একটি উপায় সম্পর্কে বলবো যা প্রয়োগ করলে আপনাকে আর কখনই বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য জোতিষী বা পণ্ডিতদের কাছে যেতে হবে না

November 25, 2018

JIBAN SHASTRA

তে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে এমন একটি উপায় সম্পর্কে বলবো যা প্রয়োগ করলে আপনাকে আর কখনই বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য জোতিষী বা পণ্ডিতদের কাছে যেতে হবে না । যারা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রায়ই বিভিন্ন জোতিষী, পণ্ডিত বা তান্ত্রিকদের কাছে শরণাপন্ন হন এবং অনেক টাকা খরচ করার পরেও তাদের সমসার সমাধান হয় না তাদের জন্যই আমাদের আজকেই এই সহজ উপায় । অনেকেই আছেন যারা প্রতিনিয়ত বিভিন্ন তান্ত্রিক ও জোতিষীদের কাছে শরণাপন্ন হন তাদের সমস্যা সমাধান করার জন্য যেমন: গ্রহের অবস্থান জানা, কিসের দশা চলছে তা জানার জন্য, বিভিন্ন গ্রহ দোষ থেকে মুক্তি, পারিবারিক সমস্যা, বেবশাহিক সমস্যা, আর্থিক সমস্যা, সম্পর্কে টানাপুরা, চাকরি না পাওয়া ইত্যাদি। এছাড়াও অনেকে আছেন যারা এসব সমস্যা থাকা সত্তেও টাকার অভাবে জোতিষী বা তান্ত্রিকদের কাছে যেতে পারেন না। তাই আজ আমি আপনাদেরকে এমন একটি সহজ উপায় বলবো যা প্রয়োগ করলে আপনার সকল সমস্যার নিবারণ হবে আর এর জন্য কোনো টাকাও খরচ করতে হবে না । তন্ত্র শাস্ত্র অনুযায়ী যেকোনো সমস্যার সমাধান গাছের মাধ্যমে করা সম্ভব ।
JIBAN SHASTRA তে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে এমন একটি উপায় সম্পর্কে বলবো যা প্রয়োগ করলে আপনাকে আর কখনই বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য জোতিষী বা পণ্ডিতদের কাছে যেতে হবে না JIBAN SHASTRA তে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে এমন একটি উপায় সম্পর্কে বলবো যা প্রয়োগ করলে আপনাকে আর কখনই বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য জোতিষী বা পণ্ডিতদের কাছে যেতে হবে না Reviewed by pproduction on November 25, 2018 Rating: 5

JIBAN SHASTRA তে আপনাদের স্বাগতম।আজ আমি আপনাদেরকে লেবুর চমৎকারী টোটকা সম্পর্কে বলবো

November 22, 2018

JIBAN SHASTRA

তে আপনাদের স্বাগতম।
আজ আমি আপনাদেরকে লেবুর চমৎকারী টোটকা সম্পর্কে বলবো ।
একটি লেবুকে চার টুকরা করে চুপচাপ এখানে ফেলে দিন, ফলে এমন টাকা আসবে যা আপনি সামলাতে পারবেন না । তাই দরিদ্রতা দূর করতে এবং অর্থ লাভের সহজ সরল টোটকা সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য অর্থ একটি অপরিহার্য উপাদান । আর্থিকভাবে স্বচ্ছল জীবনযাপনের স্বপ্ন কমবেশি সকলের মনে থাকলেও সবাই আর্থিকভাবে সচ্ছল হতে পারে না । সব সময় কোনো না কোন জিনিসের অভাব লেগেই থাকে ।
আর এই অর্থাভাবের অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন প্রকার বাস্তু দোষ ও অশুভো শক্তির প্রভাব । আপনার উপর এসব অপশক্তির প্রভাব থাকলে আপনি কখনই বিত্তশালী হতে পারবেন না । আপনি টাকা আয় করলেও সেই টাকা আপনার কাছে থাকবে না ।
তবে একটি লেবুর সাহায্যে এসব সমস্যা থেকে চিরতরে নিস্তার পেতে পারেন । প্রাচীন কাল থেকেই বিভিন্ন তন্ত্র মন্ত্রে লেবুর প্রয়োগ হয়ে আসছে । কারণ লেবুর মধ্যে এমন একটি শক্তি রয়েছে যা অন্য কোনো জিনিসে নেই । তাই দরিদ্রতা দূর করতে এবং অর্থ প্রাপ্তিতে উৎপন্ন হওয়া সকল বাধা দূর করার জন্য এই টোটকাটি প্রয়োগ করতে পারেন ।
এর জন্য যেকোনো শনি অথবা মঙ্গল দিনে একটি লেবু পানিতে ডুবিয়ে রেখে দিন । অর্থাৎ একটি পাত্রে জল ভর্তি করে তার মধ্যে একটি লেবু রেখে দিন । যেদিন লেবুটি রাখবেন তার পরের দিন লেবুটি জল থেকে তুলে আপনার মাথার উপর দিয়ে সাত বার ঘুরবেন । অর্থাৎ আপনি যদি শনিবারে লেবুটি জলে ডুবিয়ে রাখেন তাহলে রবিবারে লেবুটি জল থেকে তুলে নিন । তারপর লেবুটি আপনার মাথার উপর সাতবার ঘুরান ।

এরপর একটি চাকু দিয়ে লেবুটিকে চার টুকরো করে নিন । এরপর এই চারটুকরো লেবু কোনো নির্জন স্থানে মাটিতে পুতে দিন । তারপর বাড়িতে ফিরে
পাত্রে থাকা লেবু ভিজানো জল নিয়ে আপনার ঘর বা বাড়ির চারিদিকে ছিটিয়ে দিন । এরফলে আপনার ঘর থেকে অপশক্তির প্রভাব নষ্ট হবে, আপনার অর্থভাগ্য প্রসস্থ হবে । যেসব কারণে আপনি অর্থপ্রাপ্তি থেকে বঞ্চিত ছিলেন সেসব বাধা দূর হবে । আর ফলে আপনার আয় বাড়বে, প্রত্যাশিত এবং অপ্রতাশিত মাধ্যম থেকে প্রচুর টাকা আসতে থাকবে ।
যা আপনার দরিদ্রতা দূর করবে এবং আপনি হবেন আর্থিকভাবে স্বচ্ছল ।
JIBAN SHASTRA তে আপনাদের স্বাগতম।আজ আমি আপনাদেরকে লেবুর চমৎকারী টোটকা সম্পর্কে বলবো JIBAN SHASTRA তে আপনাদের স্বাগতম।আজ আমি আপনাদেরকে লেবুর চমৎকারী টোটকা সম্পর্কে বলবো Reviewed by pproduction on November 22, 2018 Rating: 5

JIBAN SHASTRA তে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে জীবনের সকল দুঃখ থেকে মুক্তি এবং প্রতিটি কাজে সাফল্য লাভ করার উপায় সম্পর্কে বলবো।

November 19, 2018
JIBAN SHASTRA  তে আপনাদের স্বাগতম।
আজ আমি আপনাদেরকে জীবনের সকল দুঃখ থেকে মুক্তি এবং প্রতিটি কাজে সাফল্য লাভ করার উপায় সম্পর্কে বলবো।


আমাদের এই সমাজে অনেক মানুষই আছেন যারা অনেক প্ররিশ্রম করেন কিন্তু কখন সফলতার মুখ দেখেন নি। অনেকে কাজর প্রথমেই অঘটন ঘটিয়ে ফেলেন
এছাড়াও অনেকে আছেন যারা প্রতিটি কাজে প্রথমে অনেক ভালো করে করেন কিন্তু শেষ পর্যায়ে এসে সব কিছু গুলিয়ে ফেলেন । যার ফলে এরা লেখাপড়া, প্রেম ভালবাসা, চাকরির ইন্টারভিউ, ও ব্যবসা থেকে শুরু করে জীবনের প্রতিটি কাজে সাফল্য লাভ করতে পারেন না । যার ফলে তাদের জীবন দুঃখ ও হতাশায় অতিষ্ট হয়ে উঠে এবং নিজের জীবনের সব ভরসা হারিয়ে ফেলেন ।
তাই আজ আমি আপনাদেরকে জীবনের সকল প্রকার দুক্ষ থেকে মুক্তি এবং প্রতিটি কাজে সাফল্য লাভ করার সহজ একটি টোটকা আপনাদের কাছে প্রকাশ করবো । যা প্রয়োগ করার ফলে আপনার জীবনে সব দুক্ষের অবসান হবে এবং আপনি প্রতিটি কাজে সফলতা লাভ করবেন ।
এর জন্য যেকোনো রবিবার দিনে
এই যন্ত্রটি একটি পরিস্কার সাদা কাগজে কাঁচা হলুদের রস দিয়ে লিখতে হবে । তারপর এই কাগজটি সুর্যের আলোতে রেখে শুখিয়ে নিবেন । এরপর রাতের বেলা একটি মাটির প্রদীপে সরিষার তেল দিয়ে এই কাগজটি জ্বালিয়ে দিবেন । তবে মনে রাখবেন প্রদীপটি আপনার ঘরের মধ্যেই জ্বালাতে হবে । অর্থাৎ আপনি যে রুমে ঘুমান সেই রুমে এই নকশা লিখা কাগজটি
মাটির প্রদীপ ও সরিষার তেলের মাধ্যমে জ্বালাতে হবে । যখন এই কাজটি করবেন তখন এই মাটির প্রদীপকে যেন অন্য কেউ স্পর্শ না করে সে দিকে খেয়াল রাখবেন । ঠিক এইভাবে এই কাজটি লাগাতার সাত বরিবার করতে হবে । যদি আপনি সটিক ভাবে লাগাতার সাত রবিবার এই টোটকা টি করতে পারেন তাহলে আপনার জীবনের সকল দুক্ষের নিবারণ হবে এবং আপনি যে কাজ আরম্ভও করবেন সেই কাজেই সাফল্য লাভ করবেন ।
JIBAN SHASTRA তে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে জীবনের সকল দুঃখ থেকে মুক্তি এবং প্রতিটি কাজে সাফল্য লাভ করার উপায় সম্পর্কে বলবো। JIBAN SHASTRA  তে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে জীবনের সকল দুঃখ  থেকে মুক্তি এবং প্রতিটি কাজে  সাফল্য লাভ করার উপায় সম্পর্কে বলবো। Reviewed by pproduction on November 19, 2018 Rating: 5
Powered by Blogger.