pproduction
December 25, 2018
আজ আমি আপনাদেরকে মঙ্গলের দশা থেকে মুক্তির উপায় সম্পর্কে বলবো। মাঙ্গলিক দশা অর্থাৎ জন্মকুণ্ডলীতে মঙ্গল গ্রহের একটি বিশেষ অবস্থান থাকলে জীবনে নানা বাধা ও প্রতিকূলতা আসে।
মাঙ্গলিক দোষের ফলে আর যে যে সমস্যা হতে পারে, তা হল - পরিকল্পনা না করেই এমন কাজ করা, যার জন্য পরে অনুশোচনা করতে হয় । প্রতিযোগিতায় টিকতে না পারা । নির্দিষ্ট কোনও কারণ ছাড়াই সমস্যা বৃদ্ধি পাওয়া । ভাইয়ের সঙ্গে গুরুতর মনোমালিন্য হওয়া । প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটা । রক্তজনিত অসুখ বিসুক বৃদ্ধি পাওয়া এবং সম্পত্তিহানি হওয়া । এগুলো হচ্ছে মঙ্গলের দশার প্রভাব । তাই আজ আমি আপনাদেরকে মাঙ্গলিক দোষ থেকে মুক্তির উপায় সম্পর্কে বলবো। যাতে আপনি সহজেই মঙ্গলের দশা থেকে মুক্তি পেতে পারেন ।
এর জন্য আপনাকে নিয়ম করে প্রতি মঙ্গলবার উপবাস রাখলে এবং শুধুমাত্র অড়হর ডাল সেবন করলে মঙ্গলের দশা কেটে যায় । যাদের মঙ্গল দশা থাকে তাদের সাধারণত জ্যোতিষমতে রক্তপ্রবাল ধারণ করতে বলা হয়। তবে কোনও জ্যোতিষশাস্ত্রীর সঙ্গে পরামর্শ না করে কোন পাথর ধারণ করা উচিত নয়।