তে আপনাদের স্বাগতম।
আজ আমি আপনাদেরকে বদ নজর থেকে বাঁচার জন্য কালো সুতা ব্যবহার সম্পর্কে বলব I
আপনি হয়তো দেখেছেন বদ নজর থেকে বাচার জন্য মানুষ কাজল দিয়ে কালো ফোঁটা অথবা কালো তাগা ব্যবহার করে এটি এর জন্য করা হয় I
যাতে কুনজর বা বদ নজর আমাদের উপর না পড়ে যদিও কালো টিপ দেওয়া আর কালো সুতা ধারণ করা আমাদের সমাজের প্রচলিত রীতি হয়ে দাঁড়িয়েছে Iকিছু কিছু মানুষ একে কুসংস্কার বা অন্ধ বিশ্বাস বলেও মনে করেন কিন্তু
কালো টিপ দেওয়া অথবা কালো সুতা ধারণ করার একটি বিশেষ কারন লুকিয়ে রয়েছে যা আপনারা জানেন না I
যে ব্যক্তি কালো সুতা ধারণ করেন তার মতে কালো রঙ নজর লাগার একাগ্রতা কে নষ্ট করে দেয় যার ফলে ঐ ব্যক্তির উপর কোন প্রকার বাতাস এর কোনো প্রভাব পড়ে না I এর পিছনে একটি বৈজ্ঞানিক কারণ রয়েছে বিজ্ঞানীদের মতে এই পৃথিবীতে দুই ধরনের.এনার্জি রয়েছে পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি কালো রং পজিটিভ এনার্জি গ্রহণ করে আর নেগেটিভ এনার্জি কে বর্জন করেI
যখন কারো উপর নজর লাগে তখন নেগেটিভ এনার্জি তাকে গ্রাস করতে শুরু করে তার কাছে পজিটিভ এনার্জি পৌঁছাতে পারে না কিন্তু যখন
কালো রঙের লকেট বা ধাগা ধারণ করা হয় তখন তার শরীরের মধ্যে পজিটিভ এনার্জি প্রবেশ করতে শুরু করে আর নেগেটিভ এনার্জি কমতে থাকে এটি আমাদের জন্য রক্ষা কবজ এর মত কাজ করে তাই বদ নজর ও হাওয়া বাতাস থেকে রক্ষা পাওয়ার জন্য কালো সুতা বা কালো ধাগা ধারণ করুন
No comments: