JIBAN SHASTRA তে আপনাদের স্বাগতম।আজ আমি আপনাদেরকে কালসর্প দোষ থেকে মুক্তির উপায় সম্পর্কে বলবো

JIBAN SHASTRA

তে আপনাদের স্বাগতম।
 আজ আমি আপনাদেরকে কালসর্প দোষ থেকে মুক্তির উপায় সম্পর্কে বলবো
যদি কোনো বেক্তির জন্ম কুন্ডুলিতে সব গ্রহ রাহু ও কেতুর মধ্যে অবস্থিত হয় তবে তাকে কালসর্প দোষ বলা হয় । কাল শব্দের অর্থ মৃত্যু আর সর্প বলতে সাপকে বোঝানো হয়েছে। ভারতীয় জ্যোতিষ সাস্রে কালসর্প যোগ বা কালসর্প দোষকে এক ভয়াবহ দশা বলে চিহ্নিত করা হয়েছে । যে ব্যক্তির এই যোগ থাকে, তাঁকে সারাজীবন বিভিন্ন দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করে যেতে হয়। যদি আপনার কালসর্প যুগ থাকে তাহলে আপনি একটি কাজের জন্য যতই পরিশ্রম করুন না কেন কোনো ভালো ফল পাবেন না l


আপনি প্রতিনিয়ত নানা রকম সমস্যার সম্মুখীন হবে আপনার শত্রু বৃদ্ধি পাবে বিশেষ কোনো কারণ ছাড়াই মানসিক কষ্ট অশান্তি অভাব-অনটন লেগেই থাকবে I 
     
আপনার শরীরের নানা রকম রোগ বাসা বাঁধবে একটা রোগ চলে গেলে আর একটা রোগ এসে চেপে ধরবে I আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে কোনো রকম সাহায্য পাবেন না l ধীরে ধীরে হতাশার অন্ধকারে ডুবে যাবে তাই আজ আমি আপনাদেরকে কালসর্প যুগ  থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু কথা বলব যার মাধ্যমে আপনি কালসর্প যুগ থেকে রক্ষা পাবেন l

বছরে একবার আপনার যত বয়স তত্ত্বটি জীবিত মাছ নদীতে বা সমুদ্রে ভাসিয়ে দিন অর্থাৎ আপনার বয়স যদি 25 বছর হয় তাহলে 25টি জীবিত  মাছ  নদী বা সাগরের ছেড়ে দিন I
একটি ময়ূরের পালক আপনার বাড়িতে রাখুন 
অর্থাৎ আপনি যে রুমে থাকেন সেই রুমের উত্তর-পূর্ব দিকে একটি ময়ূরের পালক রাখুন I তৃতীয়টি হচ্ছে যে কোন শনিবার দিনে চিনি মিশ্রিত জল
কোন বট গাছের নিচে ঢালুন এবং গাছ টিকে স্পর্শ করে মনে মনে যাতে কালসর্প দোষ থেকে মুক্তি পান সেই কামনা করুন আপনি যদি এই গুলো করেন তাহলে আপনি কালসর্প দোষ থেকে মুক্তি পাবেন I 
JIBAN SHASTRA তে আপনাদের স্বাগতম।আজ আমি আপনাদেরকে কালসর্প দোষ থেকে মুক্তির উপায় সম্পর্কে বলবো JIBAN SHASTRA তে আপনাদের স্বাগতম।আজ আমি আপনাদেরকে কালসর্প দোষ থেকে মুক্তির উপায় সম্পর্কে বলবো Reviewed by pproduction on September 01, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.