আপনি হয়তো হলিউডের মুভি বা গোয়েন্দা গল্পে অথবা বিভিন্ন মেজিশিয়ানদের কাছে দেখেছেন যে অদৃশ্য কালি ব্যবহার করে কাগজে লিখতে যা এমিনিতে দেখা যায় না । বিশ্বযুদ্ধসহ বিভিন্ন সময়ে গোয়েন্দারা অদৃশ্য কালি ব্যবহার করেছে। শুধু গোপন তথ্য প্রেরণই নয়, বাণিজ্যিক উদ্দেশ্যেও অদৃশ্য কালি ব্যবহার করা হয়। অনেক দেশে ডাক বিভাগের স্বয়ংক্রিয় চিঠি বাছাই এর কাজে সুবিধার জন্য অদৃশ্য কালি ব্যবহার করা হয়। অদৃশ্য কালি এমন বিশেষ ধরনের কালি যেটি ব্যবহার করে লিখলে লেখাটি দেখা যায় না, ফলে কেউ জানতে পারে না যে ওখানে কিছু লেখা আছে। পরে বিশেষ প্রক্রিয়ায় লেখাটি ফুটিয়ে তোলা হয়। এভাবে গোপনবার্তা আদান প্রদান করা হয়। তাই আজ আমি আপনাদেরকে অদৃশ্য কালি দিয়ে লেখার পাচটি প্রাচীন উপায় সম্পর্কে বলবো যার মাধ্যমে আপনিও লেখা অদৃশ্য করতে পারবেন । অদৃশ্য কালি দিয়ে লেখার প্রথম উপায়টি হচ্ছে :
.
পেয়াজের রস নিয়ে তা দিয়ে একটি কাগজের উপর তুলা বা কটনবার দিয়ে লিখতে হবে । এরপর এই লেখা কেউ পড়তে পারবে না । এই অদৃশ্য লেখা পড়ার জন্য কাগজটি আগুনের উপর ধরতে হবে । কাগজটি আগুনের উপর ধরলে লেখা গুলো আসতে আসতে দৃশ্যমান হবে ।
দ্বিতীয় উপায়টি হচ্ছে : ফিটকিরির পানি দিয়ে কাগজে লিখতে হবে । এরপর কাগজের লেখাটি শুকাতে হবে । লেখাটি সুখানোর পর আর লেখাটি পড়া যাবে না। কিন্তু লেখা পড়ার জন্য কাগজটি পানিতে ফেললে আবার লেখা গুলো কাগজে ভেসে উটবে ।
তৃতীয় উপায়টি হচ্ছে : আখেঁর রস দ্বারা কোন কাগজে লিখে শুকালে আর লেখাটি পড়া যাবে না কিন্তু তাতে ছাই দিয়া ঘসলে লেখাগুলো পড়া যাবে । চতুর্থ উপায়টি হচ্ছে : কবুতরের রক্ত দিয়ে কাগজে লিখে লেখা শুকানোর পর সে লেখা দিনে কেউ দেখতে পারবে না কিন্তু রাতের বেলা ঠিকই পড়া যাবে ।
পঞ্চম উপায়টি হচ্ছে : লেবুর রস দিয়ে কাগজে লেখার পর শুকালে লেবুর রসের লেখা শুকিয়ে অদৃশ্য হয়ে যায় । এরপর কাগজটি আগুনের উপর ধরলে তা কাল হয়ে লেখা স্পষ্ট হয়ে
যায় । আপনারা এই পদ্ধতি গুলো প্রয়োগ করে লেখা অদৃশ্য করতে পারেন ।
No comments: