JIBAN SHASTRA

তে আপনাদের স্বাগতম।জ্যোতিষ শাস্ত্রে ময়ূর পালকের অসংখ্য গুণের বর্ণনা ও গুন সম্পর্কে বলব ;-
জ্যোতিষ শাস্ত্রে ময়ূর পালকের অসংখ্য গুণের বর্ণনা রয়েছে ময়ূর পালক বশীকরণ কার্যসিদ্ধি ভুত প্রেত বাধা নিবারণ রোগ মুক্তি ও বাস্তুদোষ দূর করার জন্য ব্যবহার করা হয় I জীবনে চলার পথে নানা বাধা ও সমস্যাকে দূর করার জন্য ময়ূর পালকের ব্যবহার করা হয় তা হয়তো জানেন না Iই আজ আমি আপনাদেরকে ময়ূর পালকের এমন কিছু গুন সম্পর্কে বলবো যা আপনি 
ঘরে একজোড়া ময়ূরের পালক  রাখলে স্বামী স্ত্রীর মধ্যে কখনো ঝগড়া সৃষ্টি হয় না এবং পরিবারে শান্তি বিরাজ করেI আপনি ধন সম্পদ বৃদ্ধি  করতে চান তাহলে আপনার লক আর একটি ময়ূরের পালক রাখুন কারণ ময়ূরের পালক ধন সম্পদ বৃদ্ধি করে I বাস্তুদোষ দূর করতে এবং অশুভ শক্তিকে দূরে রাখতে আপনার বাড়ির সদর দরজায় একটি ময়ূরের পালক রেখে দিন I কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার বিছানার নিচে একটি ময়ূর পালক রেখে দিন আপনার ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে ময়ূর পালক লাগিয়ে রাখুন এর ফলে আপনার ঘরে কখনো সাপ প্রবেশ করবে না I জীবনে চলার পথে নানা সমস্যা দূর করার জন্য  আপনার কাছে একটি ময়ূরের পালক রাখুন বালিশের নিচে ময়ূর পালক রাখলে ঘুমের মধ্যে ভয়ংকর স্বপ্ন দুঃস্বপ্ন আসে না যে ঘরে ময়ূরের পালক লাগানো থাকে সেখানে সবসময় সুখ শান্তি বিরাজ করেI





ময়ূর পালক তাবিজে করে ভোরে শিশুর গলায় লাগিয়ে দিলে নজর দোষ লাগে না I


ময়ূর পালক এর মধ্যে শত্রুর নাম লিখে নদীতে ভাসিয়ে দিলে শত্রু বন্ধুতে পরিণত হয় I 
Reviewed by pproduction on September 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.