JIBAN SHASTRA তে আপনাদের স্বাগতম। আজ আমি বলবো কিভাবে আপনার ভাগ্যের তালা খুলবেন বা ভাগ্য পরিবর্তনের উপায়।
তে আপনাদের স্বাগতম। আজ আমি বলবো কিভাবে আপনার ভাগ্যের তালা খুলবেন বা ভাগ্য পরিবর্তনের উপায় সম্পর্কে বলবো।
ঠিকই শুনেছেন এটি এমন একটি টোটকা যার মাধ্যমে আপনার মন্ধ ভাগ্যকে ভালয় পরিনত করতে পারবেন।
ঠিকই শুনেছেন এটি এমন একটি টোটকা যার মাধ্যমে আপনার মন্ধ ভাগ্যকে ভালয় পরিনত করতে পারবেন।
অনেকই বলে থাকেন আরে আমার কপাল খারাপ, আমার ভাগ্যে তালা লাগানো, জানিনা কখন যে আমার ভাগ্যের তালা খুলবে, কখন যে আমার কপাল খুলবে। তাই আজ আমি আপনাদের বলব কিভাবে একটি তালা দ্বারা আপনার কপাল খুলবেন ।
এর জন্য শুক্রবার সকালে আপনি দোকানে যাবেন এরপর একটি তালা কিনবেন লোহা তামা পিতল যে কোন তালা হলে চলবে। যখন তালা কিনবেন তখন তালাটি যেন বন্ধ অবস্থায় থাকে তালা কিনার সময় এটি তালাটি খুলবেন না এই কথাটি মাথায় রাখবেন দরদাম না করে তালাটি কিনে নিয়ে আসবে এরপর
রাতে এই চাবি সহ তালাটি আপনার বালিশের নিচে রেখে ঘুমাবেন সকালে ঘুম থেকে উঠে স্নান করবেন
এরপরওই তালাটি লুকিয়ে আপনার কাছে রাখবেন কেউ যেন না দেখে.এরপরে তালাটি নিয়ে
কোন পবিত্র স্থানে যাবেন তারপর ওখানে রাখবেন তালাটি পবিত্র স্থানে রাখার পর আপনার মনের ইচ্ছা বলবেন যা আপনি
পেতে চান ওই জায়গা থেকে চলে আসবেন ।
চলে আসার সময় আর পিছনে ফিরে তাকাবেন না এরপর শুধু অপেক্ষা যখন কেউ ওই তালা হাতে নিয়ে চাবি দিয়ে খুলবেন তখনই ওই ব্যক্তির মাধ্যমে আপনার আপনার ভাগ্যের তালা খুলে যাবে ।
JIBAN SHASTRA তে আপনাদের স্বাগতম। আজ আমি বলবো কিভাবে আপনার ভাগ্যের তালা খুলবেন বা ভাগ্য পরিবর্তনের উপায়।
Reviewed by pproduction
on
September 17, 2018
Rating:
No comments: